মনিরামপুর প্রতিনিধি:মনিরামপুরে প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বিএডিসি (কৃষি উন্নয়ন কর্পোরেশন) ইউনিট অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমূখ।
এর আগে উপজেলার কাশিমনগর ও ভোজগাতি ইউনিয়নে দুইটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
মনিরামপুরে ৯৮ লাখ টাকা ব্যয়ে বিএডিসি ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য







