Friday, December 5, 2025

মনিরামপুরে পল্লী চিকিৎসক নবীরুজ্জামানের অকাল মৃত্যু

মনিরামপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) পল্লী চিকিৎসক ডাঃ নবীরুজ্জামান (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার অকাল মৃত্যু হয়। নিহত নবীরুজ্জামান উপজেরার হাজরাকাটী গ্রামের মাস্টার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পরিবারের স্বজনরা জানায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। ভোর সাড়ে ৪টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ নামাজে জানাযা শেষে নিজ গ্রাম হাজরাকাঠির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

রাতদিন নিউজ:

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর