Friday, December 5, 2025

কেশবপুরে মাছের ঘের নিয়ে চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাকির হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর প্রেসক্লাবে ১৭ নভেম্বার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন।খালিদের অভিযোগ একটি মহল তার মাছের ঘের নিয়ে চক্রান্ত করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন যে তার মাছের ঘেরটি বানিয়ার কুড় বিলের মধ্যবর্তী স্থানে, যার চার পাশে আরো ৫টি মাছের ঘের রয়েছে। বানিয়ার কুড় ঘেরটি দুই পক্ষের নামে হওয়ার কারনে বিরোধ থাকায় স্থানীয় এমপি সাহেবের নির্দেশনায় সরেজমিন তদন্ত করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।যশোর সদর আরিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় তদন্তের পর জমির মালিকদের মতামতের ভিত্তিতে খালিদ হোসেনকে তাদের মাছ অবমুক্ত করা বাবদ ৩০ হাজার টাকা দেয়ার নির্দেশ দেন এবং খালিদ হোসেনকে মাছের ঘের পরিচালনার দায়িত্ব দেয়া হয়। সে মোতাবেক মাছের ঘের পরিচালনা করে আসছি। অপর দিকে পশ্চিম হাজরা তলার কুড় এর উপরি অংশে বস বাসরতরা গত বছর সকল জমির মালিকদের সম্মতিতে তিন বছর মেয়াদে ডিড করে দেয়। যার কারনে ওই সকল মাছের ঘের মালিকরা পানি নিষ্কাশনের পথ আটকিয়ে রাখে এবং অতিবৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি পায়। এ সময় ঘেরের পানি ছেড়ে দেয়ায় পানি নদীতে বা খালে না গিয়ে ঘেরের পানি ও নদীর পানি মিশে এলেকা প্লাবিত হয়। আমি পানি নিষ্কাশনের পথ বন্ধ করিনি। প্রকৃত অর্থে পানি নিষ্কাশনের পথ বন্ধের দায় হাজরাতলা কুড়ের উপরের চার মাছের ঘের মালিক আব্দুস সোবান গাজী, আব্দুল তালেব গাজী,কাদের গাজী ও যৌথ মালিকানাধীন ঘেরের উপরই বর্তায়। অথচ তারাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক সংবাদ পরিবেশন করে আমাকে ও আমার পরিবারের সুনাম নষ্টের চক্রান্তে লীপ্ত রয়েছে। এ ধরনের মিথ্যাচার বন্ধের জন্য তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামসুদুজ্জামান মাসুদ, রফিকুল ইসলাম,তৌহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আমির রেজাসহ জমির মালিকগণ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর