Friday, December 5, 2025

মণিরামপুরে পেটে ব্যথা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা!

যশোরের মণিরামপুরে শাহিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মৃত শাহিদা বেগম ওই গ্রামের আমজেদ মোল্যার স্ত্রী। পেটের ব্যাথা সইতে না পেরে তিনি পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ঢাকুরিয়ার লাউকুন্ডা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধার ছেলে সাইফুল ইসলাম জানান, তার মা ১০-১২ বছর ধরে আলসারে ভুগছিলেন। দিনমজুরি করে তিনি মায়ের সেবায় সাত-আট লাখ টাকা খরচ করিয়েও তাকে সুস্থ্য করতে পারেননি। অবশেষে রোববার দিবাগত মধ্যরাতে ঘরের আড়ার সাথে পরনের শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে তারা টের পেয়ে থানায় খবর দেন। মণিরামপুর থানার এসআই শাহাবুল আলম বলেন, পেটে আলসার হওয়ায় বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর