ভবদহের পানি বন্ধি মানুষ স্বেচ্ছা শ্রমে দেড় কিলোমিটার আমডাঙ্গা খালের পলি ও ব্লক অপসাধরন করেছে। সোমবার সকালে এ কাছে অংশ নেয় অভয়নগর ও মনিরামপুর উপজেলার ১৫ টি গ্রামের সহশ্রাধিক মানুষ। তিন ঘন্টায় স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার আমডাঙ্গা খালের পলি ও ব্লক অপসারণ করায় পানির স্রোতের গতি ধারা বেড়েছে। স্বেচ্ছাশ্রমে অংশ নেয় ছাত্র শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কৃষক ও ব্যবসায়ীরা । দীর্ঘ পাচ মাস ভবদহরে মানুষ পানি বন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছে। ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্য খামার, পানি বন্ধি হয়ে পড়েছে ৩০ টি গ্রামের আড়াই লক্ষাধিক মানুষ। ভবদহের স্থায়ী সমাধান সহ পানি সরানোর দাবীতে এ অঞ্চালের মানুষ করেছে সভা সমাবেশ ও মানব বন্ধন। দিয়েছে স্মারক লিপি। বিনিময়ে শুধু মিলেছে আশ্বাস। দুঃখ কষ্ট লাঘবে জোটেনি সরকারী ত্রান সহযোগিতা। স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা কৃষক মামুন সরদার, দিপক বিশ্বাস, টিটু খন্দকার, প্রবির রায় জানান, বোরো আবাদের সময় আসলেও পানি না কমায় এবং সরকার কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে ফসল উৎপাদেও জন্য তারা এ কাজে অংশ নিয়েছে। মুক্তিযোদ্ধা ও শিক্ষক অধির কুমার জানান, দীর্ঘ দিন আন্দোলন সংগ্রাম করে শুধু পেয়েছি প্রতিশ্রুতি। দীর্ঘদিন জলাবদ্ধতার কারনে জল পচে যাওয়ায় দূর্র গন্ধে বসবাস করা দায় হয়ে পড়েছে। বেড়েছে পানি বাহিত বিভিন্ন রোগ বালাই। পানি বন্ধি মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল রউফ মোল্যা জানান, স্বেচ্ছাশ্রমের ভিক্তিতে আমডাঙ্গ খালের পলি ও ব্লক অপসারন করার ফলে আগামী ১৫ দিনের মধ্যে অনেক মানুষের বাড়ীথেকে পানি নেমে যাবে। দরকার সরকারী উদ্যোগে আমডাঙ্গা খাল খনন ও সংস্কার করা।
রাতদিন নিউজঃ







