বাঘারপাড়ায় ১ কেজি গাজাঁ সহ ১ জনকে আটক করেছে র্যাব -৬। রবিবার সন্ধ্যায় বাঘারপাড়ার বসুন্দিয়া আলাদীপুর গ্রামের রাস্তার পাশ থেকে ১ কেজি গাজাঁ সহ মহর আলীর ছেলে, জহর আলী (৪৫) কে আটক করে পুলিশ। আটকের পর বাঘারপাড়া থানায় প্রেরন করা হয়।এ বিষয়ে বাঘারপাড়া থানায় মাদক আইনের মামলা হয়েছে।
রাতদিন নিউজঃ







