অভয়নগরে ট্রাক চাপায় বাবার চোখের সামনে ছেলে হাদিউজ্জামান সরদারের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে। নিহতের পিতা মণিরামপুর উপজেলার সিলিমপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম সরদার কাঁদতে কাঁদতে জানান, ‘আমার ছেলে আমাকে খুলনায় ডাক্তার দেখানোর জন্যে নওয়াপাড়ার নূরবাগ বাসস্ট্যান্ডে খুলনাগামী বাসের জন্যে অপেক্ষা করছিল। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হাদিউজ্জামানের’।তিনি আরও বলেন, ‘হাদিউজ্জামান আমাকে আর কোনোদিন ডাক্তারের কাছে নিয়ে যাবে না’। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, ‘আমরা সংবাদ পেয়ে মণিরামপুর উপজেলার সিলিমপুর গ্রামের হাদিউজ্জামান সরদারের লাশ উদ্ধার করেছি এবং খুলনা মেট্রো-ট ১১-১৫৮২ নাম্বারের যশোরগামী ট্রাক ও চালক সবুজ হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে।
রাতদিন নিউজঃ







