Friday, December 5, 2025

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবাইয়া ইয়াসমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এরআগে সকাল সাতটার দিকে নিজেদের নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে বিদ্যুতায়িত হয়ে অগ্নিদগ্ধ হয় শিশুটি।রুবাইয়া ইয়াসমিন মণিরামপুর পৌরশহরের মোহনপুর এলাকার আদ-দ্বীন ওয়েলফেয়ার অফিস সংলগ্ন পাড়ার আব্দুল কুদ্দুসের মেয়ে। শিশুটির পিতা উপজেলার খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়ির দোতলার ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর)। শুক্রবার সকালে সেই ছাদে ওঠে শিশু রুবাইয়া। ছাদের একপাশে বিদ্যুতের মেইনসংযোগের তার রয়েছে। শিশুটি ওই কোণায় গেলে বিদ্যুৎস্পষ্ট হয়ে তার গায়ে আগুন লেগে যায়। এসময় বিকটশব্দ শুনে স্বজনরা ছাদে ওঠেন। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা শিশুটিকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেন। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে ঢাকায় রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে ফরিদপুরে পৌঁছুলে রুবাইয়ার মৃত্যু হয়।মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, শিশুটির লাশ বিকেল তিনটার দিকে তার বাড়িতে পৌঁছুলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রাতদিন নিউজ:

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর