কেশবপুরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবু সাঈদ (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতাশকাটি এলাকার একটি বিদ্যালয়ের পাশে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি
প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই রাতে দুর্বৃত্তরা আবু সাঈদ নামে যুবকের ওপর হামলা চালায়। তারা সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। তিনি মোটরচালিত ভ্যানে পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন বলে এলাকাবাসী জানিয়েছে। তিনি উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজহার আলীর ছেলে। পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক তাপস কুমার রায় জানান, থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ অবস্থান করছে। লাশ উদ্ধার করা হয়েছে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোন তথ্য পাওয়া যায়নি। তবে আসামি আটকে পুলিশি অভিযান চলছে।
কেশবপুর প্রতিনিধি







