Friday, December 5, 2025

রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় রুপালি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় রুপালির আড়াই বছরের ছোটবোন খাদিজা খাতুন (আড়াই বছর) ও মোটর সাইকেল চালক মহিদুল হাসান (৩০) গুরুতর আহত হয়েছে।  মঙ্গলবার বিকেলে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা চৌরাস্তার মোড়ে এঘটনা ঘটে। রুপালি ওই গ্রামের গোলাম রসুলের মেয়ে। আর আহত মোটর সাইকেল চালক মহিদুল হাসানের বাড়ি রাজগঞ্জের এনায়েতপুর গ্রামে।
আহত খাদিজাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ও মহিদুলকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচির্জ এসআই ওয়াসিম আকরাম জানান, বিকেলে রুপালি তার ছোটবোন খাদিজাকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে চালকসহ তারা দুই বোন গুরুতর আহত হয়। পরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রুপালিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর