যশোর-নড়াইল সড়কে এক সড়ক দুর্ঘটনায় সাফিয়া আক্তার (৫৪) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি মেয়ের শ্বশুর বাড়ি তুলারামপুর থেকে নিজবাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে ফিরছিলেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল সড়কে ভাঙ্গুড়া বাজারের পশ্চিম পার্শে অবস্থিত ইসলাম ব্রিকস এর পাশে করিমপু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দুই শিশু সহ আরো চারজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও নিহতের বোন ঝর্না আক্তার জানান, নিহত সাফিয়া আক্তার তার কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের গোলাম রসুলের বাড়ি থেকে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে ইজিবাইকযোগে বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে করিমপুর এলাকায় পৌছাঁলে যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাস ইজিবাইককে জোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে পুলিশসহ স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বিভাষ চন্দ্র সাফিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত সাফিয়া বাগডাঙ্গা গ্রামের নূর মিয়ার স্ত্রী।এছাড়া গুরুতর আহত হয়েছেন বাঘারপাড়া উপজেলার অদমপুর গ্রামের রোকনের স্ত্রী নূরজাহান (৪০), রোকনের মেয়ে হাবিবা (১০), জিহাদের স্ত্রী তামান্না (২৫), ও মানিকের কন্যা সুমাইয়া (০৩)। আহত তামান্নার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
রাতদিন নিউজঃ







