যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রতিদ্বন্দিতা করার মানসে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যশোর জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওসমানি হল শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।সোমবার (৯ সভেম্বর) দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার লিংকন ,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ জয়,সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরান,উপ-সাংস্কৃতিক সম্পাদক মীর আজাদ, প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মুকুল,প্রাক্তন সহসভাপতি ইঞ্জিনিয়ার শামীম, প্রাক্তন যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার কাকন প্রমুখ।মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন।
রাতদিন সংবাদ







