শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে এসে বিদ্যুৎস্পর্শে হয়ে তিশা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়া সাতমাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত তিশা সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগআঁচড়া গালর্স স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।নিহতের খালাতো ভাই জানান, ঘটনার দিন পাশের একতলা বাড়ির একটি ছাদে সে তার বান্ধবীর জন্মদিন পালন করতে যায়। অনুষ্ঠানশেষে সে বাড়িতে ফেরার সময় ওই বাড়ির ছাদের বিদ্যুতের তারে স্পর্শ হলে ঘটনাস্থলে সে মারা যায়।







