Friday, December 5, 2025

কেশবপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেশবপুর প্রতিনিধিঃকেশবপুরের টিটাবাজিতপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে আলমগীর হোসেন সোমবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই গ্রামের একাধিক মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। কেউ মাদক ব্যবসার প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেবার হুমকি দেওয়া হচ্ছে। ফলে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। সংবাদ সম্মেলনে এলাকার নিরীহ এক ব্যক্তির জমি জবরদখল করে রাখার অভিযোগ করেন ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এলাকাবাসী ওই ব্যক্তির বিভিন্ন ষড়যন্ত্র থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে আলমগীর হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার আব্দুল হান্নান, বাইজিদ হোসেন ও ইমন আলী

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর