Saturday, December 6, 2025

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাকিব আল হাসান

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার তার পক্ষে একজন প্রতিনিধি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিব আল হাসান ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। শনিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রথম দিন ১ হাজার ৬৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বদের একজন। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য সাফল্য অর্জন করেছেন। তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর