কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে টোক্ক পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৮নভেম্বর কেশবপুর থানার এস.আই আজিজুর রহমান ও এস আই মিজান ফোর্স নিয়ে বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসেরে
ছেলে খোরশেদ আলমের বাড়ীতে অভিযান চালিয়ে খোরশেদ আলমসহ টোক্কসাপ পাচারকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ টি টোক্কসাপ উদ্ধার করা হয়। আটক অপর দুই সদস্য হলো-বাগডাঙ্গা গ্রামের বিকাশ নন্দের ছেলে বিশ্বজিৎ নন্দন ও মনিরামপুর উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মটরসাইকেল চালক হায়দার আলী। খোরশেদ আলী তার বাসায় লোক ডেকে এনে এই টোক্কসাপ বিক্রির ব্যবসা করে থাকেন বলে পুলিশ জানায়। কেশবপুর থানার অফিমার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টোক্কসাপ পাচারকারী চক্রের এই সদস্যরা টোক্কসাপের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে মামলার প্রস্তুতি চলছে।
কেশবপুরে টোক্কসাপ পাচারকারী চক্রের ৩ জন সদস্য আটক







