শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারবেন না। ফলে তার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে গেল।
দ্বিতীয় ওভারে বোলিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের বোলিং কোটা পূরণ করেন, তুলে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। এরপর ব্যাট হাতে খেলেন ৮২ রানের দারুণ এক ইনিংস।
ম্যাচ শেষে পাওয়া এক্স-রে রিপোর্ট বলছে তার আঙুলে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজ মঙ্গলবার দেশে ফিরে আসছেন তিনি।
সাকিবের ইনজুরির ফলে বাংলাদেশ বিশ্বকাপের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন।
চলতি বিশ্বকাপের শুরুতেও একবার চোটে পড়েছিলেন সাকিব। ফুটবল নিয়ে দলের অনুশীলন চলাকালে তিনি পায়ে ব্যথা পান। পরে ভারতের সঙ্গে ম্যাচে তিনি একাদশে ছিলেন না।
বিশ্বকাপ চলাকালে এর আগে ২৫ অক্টোবর ঢাকায় এসেছিলেন সাকিব। তার সেই সফর নিয়ে কম জলঘোলা হয়নি। পরে জানা যায়, রানখরায় ভোগায় শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে তিনি পা রাখেন ঢাকায়।







