Saturday, December 6, 2025

বিরাট কোহলির জন্মদিনে অনবদ্য সেঞ্চুরি, শচিনকে ছুঁয়ে ফেললেন

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তার ৩৫তম জন্মদিনে অনবদ্য এক সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটে শচিন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলায় তিনি ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শুভমান গিলের সঙ্গে এক দুর্দান্ত সূচনা করেছিলেন কোহলি। কোহলিও ছিলেন সেই ঝড়ের অংশ। তিনি বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে নিজের অর্ধশতক পূর্ণ করেন।

অর্ধশতক পূর্ণ করার পর কোহলি কিছুটা ধীর হয়ে পড়লেও তিনি আর থেমে যাননি। তিনি দক্ষতার সঙ্গে বলগুলো সামলে নিয়ে রান সংগ্রহ করতে থাকেন। এক পর্যায়ে তিনি শচিন টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারে করা সর্বোচ্চ রান ৪৯টি সেঞ্চুরির সমতায় পৌঁছান।

এরপর কোহলি দ্রুত গতিতে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১৯তম বলে চার মেরে সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেট ইতিহাসে শচিন টেন্ডুলকারের সঙ্গে সমানসংখ্যক সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।

কোহলির সেঞ্চুরির সুবাদে ভারত ৩২৬ রানের লড়াকু সংগ্রহ গড়তে সক্ষম হয়। দলের হয়ে রোহিত শর্মা ৪০ এবং শুভমান গিল ২৩ রান করেন।

কোহলির এই সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি শচিন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করে ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর