Wednesday, May 1, 2024

মণিরামপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

- Advertisement -

মণিরামপুর প্রতিনিধি- সংসদ সদস্য আলহাজ্ব ইয়াকুব আলী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েক মিনিটের সেই ভাষণে শোষিত-বঞ্চিত বাঙ্গালী জাতি খুঁজে পায় স্বাধীনতার দিকনির্দেশনা। ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে উচ্চারিত ভাষণে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধুর অঙ্গুিলহেলনি ৭ মার্চের ভাষণে উত্তাল হয়ে উঠে রেসকোর্স ময়দান। মহাকাব্যিক বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়ে উঠে এদেশেরে কৃষক-শ্রমিক-জনতা।

বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ভাষণটি ইউনেসকো বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করেছে। সংস্থাটি বিশ্বের ৭৮টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণও অন্তর্ভুক্ত করে।

উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, অনন্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, চাকলাদার আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলার ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত