Tuesday, May 21, 2024

শ্রমিক দিবসের সাতসকালে বেনাপোলে ঝরলো শ্রমিকের প্রান

- Advertisement -

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ-যশোর-বেনাপোল মহাসড়কে দ্রুতগামী বাস চাপায় মোস্তাক ঢালি নামে এক শ্রমিক নিহত ও আনিসুর রহমান নামে এক জন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আর আহতকে উন্নত চিকিৎসকর জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে পরিবহন। বুধবার (০১ মে) ভোর ৬ টায় মহাসড়কের দিঘিরপাড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর মোস্তাক ঢালি শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত দিনমজুর আনিসুর রহমান একই গ্রামের ছেলে রেজাউল ইসলামের ছেলে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রতিদিনের মত শ্রম বিক্রী করতে শার্শার লাউতাড়া গ্রামের দুই দিনমজুর বেনাপোল শহরে আসছিল। এসময় বেনাপোলগামী গোল্ডেন পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে পথচারী দিনমজুর দুই জনকে ধাক্কা দিলে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলে মারা যায় একজন। এসময় স্থানীয়দের খবরে অন্যজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে এসে দূর্ঘটনায় নিহতে মরাদেহ,একটি মৃত পাখি ও বাস জব্দ করে। এদিকে অভিযোগ রয়েছে চালকের অসাবধনতা ও সড়ক নিয়ন্ত্রন ব্যবস্থা ভাল না থাকায় প্রাইয় সড়কটিতে দূর্ঘটনায় পথচারীরা জীবন হারাচ্ছে। এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ টিকে হারিয়ে স্বনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠে এলাকা।

রাতদিন ডেক্স/জয়-১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত