Sunday, May 5, 2024

মণিরামপুরে মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগে ৪শ’ কবুতর হত্যার অভিযোগ

- Advertisement -

মণিরামপুর: মণিরামপুরের তাজপুর গ্রামে মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় ৪শ’ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। ক্ষেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের ঘটনা স্বীকার করে বলেছেন, “টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষকৃত মোটরসুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাত হোসেন উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মোটরসুটির চাষ করেছিলেন। তিন দিন আগে তিনি মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগ করেন।

এ ঘটনায় তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্থ কবুতর মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

ক্ষেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা স্বীকার করে বলেন, “লাভের আশায় মোটরসুটি লাগিয়েছি। কবুতর এভাবে খেয়ে ফেললে তিনি কি চুপচাপ বসে থাকবেন। তাই বিষ প্রয়োগ করেছি।”

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, “এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত