Monday, April 29, 2024

বাগেরহাটে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ

- Advertisement -

বাগেরহাট প্রতিনিধি-

সদ্য বিজয়ী বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার ও তার সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই আসনের মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার পর থেকেই বাগেরহাট-৩ আসনে বিশেষ করে পুরো মোংলা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন নবনির্বাচিত এমপি হাবিবুন নাহারের নেতা ও ক্যাডার বাহিনীর সদস্যরা। তাদের অন্যায়, জুলুম, অত্যাচার, হামলা, মারধর, মাছের ঘের দখল, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যকলাপে এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন জিম্মি হয়ে পড়েছে। অবরুদ্ধ হয়ে বন্দি জীবনযাপন করছেন বিপুল সংখ্যক হিন্দু পরিবার।’

স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীকে সমর্থন ও হাবিবুন নাহারকে ভোট না দেওয়ার কারণে এলাকায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে কয়েকশ পরিবার ভয়ে বাড়ি-ঘর থেকে পালিয়ে অন্যত্র বসবাস করছে। রাত-দিন বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে এমপির ক্যাডার বাহিনী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, ‘আমরা ক্যাডার বাহিনীর তাণ্ডর থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। সেই সঙ্গে এসব সন্ত্রাসী কার্যকলাপের হোতাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বাগেরহাট-৩ এর সংসদ সদস্য হাবিবুন নাহার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের দ্বারা আমাদের লোকজনের ওপরও হামলা হয়েছে। আমার কর্মীরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের গলার জোর আছে বলে তারা সংবাদ সম্মেলন করেছেন।’

বাগেরহাট-৩ এর স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী বলেন, ‘খুলনা হাসপাতালে হাফিজুর রহমান নামে আমার এক সমর্থক এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বিধান চন্দ্র রায়, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, নির্যাতনের শিকার এলাকাবাসী পিন্টু রায় নয়ন কুমার মন্ডল প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত