Monday, April 29, 2024

হিলি দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

- Advertisement -

দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৩৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। মেসার্স নিশাত ট্রেডার্স ও খান ট্রেডার্স নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এলসির (ঋণপত্র) মাধ্যমে এসব আলু আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকারভেদে প্রতি মেট্রিক টন আলু আমদানিতে ১৩০ থেকে ১৫০ ডলার খরচ পড়েছে। এ ছাড়া আমদানি করা প্রতি কেজি আলুতে ৩৩ শতাংশ শুল্ক দিতে হবে বলে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে।

বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান খান ট্রেডার্সের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। আজ দুপুরে খান ট্রেডার্সের নামে একটি ট্রাকে ২৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আলু আমদানিতে প্রতি মেট্রিক টনে ১৫০ ডলার খরচ পড়েছে। বাংলাদেশের পরিবহন খরচ ও শুল্ক খরচ বাদ দিয়ে দেশের বাজারে ৩০ টাকা কেজি দরে এসব আমদানি করা আলু বিক্রি করা সম্ভব হবে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘আজ বেলা দুইটার দিকে ভারত থেকে পাঁচটি ট্রাকে আলু আমদানির তথ্য পেয়েছি। আজ দুপুর পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে ৩৭টি আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় ২৮ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে।’

আলু আমদানির ফলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত