Wednesday, May 1, 2024

সাতক্ষীরায় সরকারের উন্নয়ন তুলে ধরে এমপি রবি’র জনসভা

- Advertisement -

একরামুজ্জামান (জনি),সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ অক্টোবর)বিকেলে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সমর্থক গোষ্ঠী আয়োজনে হাজার হাজার মানুষের সমাগমে অনুষ্ঠিত হয় এই বিশাল জনসভা। সাতক্ষীরা সদরের বাশদহ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাষ্টার মো.মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি এমপি রবি বলেন,সাতক্ষীরা বাংলাদেশের সর্ব দক্ষিণের উপকূলীয় একটি জেলা।স্বাধীনতার পর থেকে এখানে সরকারি দলের বিপরীত প্রার্থীরায় এমপি হয়েছে।কিন্তু ২০১৩ সালের জামাতের তান্ডবলীলার পরে ২০১৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার কান্ডারী হিসাবে আপনাদের সেবার জন্য পাঠায়।তারপর পর পর দুবার নৌকা প্রতীকের এমপি হিসাবে আপনাদের মাঝে আছি সফলতার সহিত।আমি এমপি অবস্থায় সাতক্ষীরা সদরের প্রতিটি গ্রামকে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শহরে পরিনত করেছি।শতভাগ বিদ্যুৎয়ায়িত করেছি।কমিউনিটি ক্লিনিকগুলো সচল করেছি।কোন হয়রানি ছাড়া স্বচ্ছতার সহিত শতভাগ বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা ও শিশুদের ভাতা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে নির্দেশ দিয়েছি।মসজিদ-মাদ্রাসা,মন্দির নির্মাণে প্রধানমন্ত্রীর তহবিলসহ নিজস্ব তহবিল থেকেও অর্থ সহায়তা করেছি।ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্তরিত করেছি।বসন্তপুর নৌবন্দর নির্মাণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।এছাড়া একটি পাবলিক বিশ্বিবদ্যালয় ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে।আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকার বিকল্প কিছু নেই।আমি যদি আগামী ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে সদর আসনের সংসদ সদস্য হিসাবে জয়ী হতে পারি,তাহলে সরকারের চলমান উন্নয়ন কাজগুলো খুব সহজে শেষ করতে পারবো।সেজন্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উপর রশীদের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,ঘাতক দালাল নির্মুল কমিটির অধ্যক্ষ আশেকে ই এলাহী,আহলে হাদিস আন্দোলনের নেতা মাওলানা আলতাফ হোসেন,সেক্টর কমান্ডার ফোরামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রমিকনেতা গোলাম মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন,মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ফরিদা আক্তার বানু,সাধারণ সম্পাদক জোৎস্না আরা,জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু,ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো.আলাউদ্দিন ঢালী,বঙ্গবন্ধু পরিষদের মোখছুমুল হাকিম,ইউপি চেয়ারম্যান মো.আব্দুল কাদের প্রমূখ। এর আগে সাতক্ষীরা জেলা, সদরের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে বিশাল জনসভাস্থলে হাজির হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত