Wednesday, May 1, 2024

কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

- Advertisement -

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা এবং ৯৮টি পূজা মন্দিরের সরকারি অনুদানের হাফ টন করে চাউল বিতরণ করা হয়েছে । ১৮অক্টোবর বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলার সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু গৌতম রায় বলেন আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৯৮ টি পূজা মন্দিরের সভাপতি/সম্পাদকের নিকট সরকারি অনুদানের হাফ টোন করে চাউল বিতরণ করা হয়।

রাতদিন ডেস্ক/জয়-১২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত