Sunday, May 5, 2024

মাগুরায় ৭০৫ মন্ডপে চলছে শারদীয়া দূর্গাপূজার আয়োজন

- Advertisement -

দরজায় কড়া নারছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে মাগুরা জেলায় প্রস্তুতির কমতি নেই। চলছে প্রতীমা তৈরি। দুর্গাপুজা উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে গেইট ও প্যান্ডেলের কারুকাজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাগুরা জেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় মোট ৭শত ৫টি মণ্ডপে পূজার আয়োজন চলছে বলে সভা সূত্রে জানা গেছে।

বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহন লাল রায় খোকন ঠাকুর, সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ভবতোষ মুখার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাসসহ জেলার চার উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত