Sunday, May 5, 2024

নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তিন জনের কারাদন্ড

- Advertisement -

নড়াইল প্রতিনিধিঃ বন্য প্রাণী ঘড়িয়াল পাচারের দায়ে তিন জনকে ৩০ দিনের বিনাশ্রম কারান্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এই রায় দেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে পুলিশ বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘড়িয়াল (আঞ্চলিক নাম রামগতি) সহ তিন জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াগাতি থানার রামপুরা গ্রামের মোঃ মুজিবের খানের ছেলে মোঃ বিটু খান (৪৬) ও দক্ষিণ যোগানিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ মাবু শেখ(৩০) এবং গোপালগঞ্জ সদর থানার ছোটফা গ্রামের মোঃ কবীর মুন্সীর ছেলে মোঃ নাছিম(৩৫)।

আর কে-০২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত