Friday, April 26, 2024

মোরেলগঞ্জে বিনামূল্যে আউশ ধানের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

এইচ,এম,শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বিনামূল্যে আউশ ধানের প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭  মার্চ) বেলা ১১টয়  উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ-ই-আলম বাচ্চু।
অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী সুবিধাভোগী কৃষকদের মাঝে স্বগত বক্তব্য রাখেন।
উপস্থিত উপকারভোগী কৃষকদের জন্য জন প্রতি ৫ কেজি করে আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়াও বিনামূল্যে ২০ জন কৃষকদের মাঝে পাটের বীজ সহায়তা প্রদান  করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম ফাহিমা ছাবুল উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা.মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন প্রমূখ।
আর কে-০২
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত