Friday, April 26, 2024

পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হবে, ইস্যু বানাবেন না: শিক্ষামন্ত্রী

- Advertisement -

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে হওয়া ভুল সংশোধন করা হবে। সামান্য ভুল বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানাবেন না।’

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সালে নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।

এছাড়া, নবম-দশম শ্রেণির বেশ কয়েকটি পাঠ্যবইয়ে ভয়াবহ ভুলের কারণে ইতিহাসবিকৃতি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে ভুলের সংশোধনী প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।

অনলাইন ডেস্ক/আর কে-১৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত