Saturday, May 11, 2024

যশোরে” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

মাসুম বিল্লাহঃ আজ শনিবার বেলা বারোটায় যশোরের শেখ হাসিনা আইটি পার্কে ইউএন ডিপি ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের উদোগে ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু ও যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা , ইউএনডিপি র সিনিয়র উপদেষ্টা মোজাম্মেল হক, যুব সমন্বয়কারী মাহমুদুল হাসান, এ্যাবাকাস আইটির চেয়ারম্যান জহির ইকবাল নান্নু প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবস্থান অত্যান্ত স্পষ্ট। তিনি সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় যশোরের রাস্তা ঘাট থেকে শুরু করে সকল উন্নয়ন করেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ, যশোর মেডিকেল কলেজ  ও হাসপাতাল নির্মাণ, বেনাপোল বন্দর ও যশোর রেল স্টেশনের উন্নয়ন, অভয়নগরে ইকোনমিক জোনের উন্নয়ন, কপোতাক্ক নদী ও ভৈরব নদী খনন করা সহ বিভিন্ন পর্যায়ে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু সরকারের এসব প্রকল্প যেহেতু জনগণের দেয়া রাজস্ব দিয়ে খরচ হয় সেহেতু জনগণের উচিত সেগুলোর  মধ্যে যাতে কোন দুর্নীতি না হয়। যদি উন্নয়নের কাজে দুর্নীতি হয় তাহলে সেই কাজ টেকসই হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বর্তমানের যুব সমাজের উচিত সরকারের প্রকল্পে যেন কোন দুর্নীতি না হয় সেটার দিকে নজর রাখা।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত