Friday, May 3, 2024

নড়াইলের পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় নড়াইল প্রেক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুনকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ওশান সম্পাদক এড. আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সহ-সভাপতি, এম মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, কার্ত্তিক দাস, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম তুহিন, মলয় নন্দী, নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময়ের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু এবং দৈনিক ওশান সম্পাদক এড. আলমগীর সিদ্দিকী ।

পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পুলিশ ও গণমাধ্যম একই সূত্রে গাঁথা। আমরা সকলে মিলে এক সাথে একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে নিজেদের মধ্যে কোন প্রকার ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না। শারদীয় পূজা উৎসব শুরু হয়েছে। এসময় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কোন অপ্রীতিকর ঘটনার বিষয় জানতে পারলে আমাদের জানাবেন যাতে করে আমরা ত্বরিত ব্যবস্থা নিতে পারি। নিউজের ক্ষেত্রে সব সময় যোগাযোগ রাখবেন। জেলা পুলিশ আপনাদের সাথে আছে। আমি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত