Saturday, May 11, 2024

মণিরামপুরে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

- Advertisement -

দুই এস আইকে প্রত্যহারের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পোষ্ট অফিস এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে দু’পুলিশ কর্মকর্তা যান। এ সময় এক পক্ষের অর্থে তুষ্টি হয়ে সেখানে থাকা নারী-পুরুষের সাথে অসৌজন্যমূলক আচারণ ও অক্যর্থ ভাষায় গালি গালাজ করতে থাকেন তারা। সেখানে হাজির হন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এক পর্যায়ে দু’জন পুলিশ কর্মকর্তাকে তিনি বলেন এখানে অনেক মানুষ আছে আপনারা এমন ভাষা ব্যাবহার করতে পারেন না।

মঙ্গলবার সকালে পুলিশ কর্মকর্তা আবু বকর ও আলমগীর হোসেন দিনমজুর দুই ব্যক্তিকে আটক করলে এগিয়ে যান প্রেসক্লাবের সম্পাদক। প্রেসক্লাবের সম্পাদককে দু’জন পুলিশ কর্মকর্তা নিরীহ ওই দুই ব্যক্তিকে আটকের কারণ জানতে চাইলে তারা লাঞ্চিত করেন সম্পাদকে। এই ঘটনা নিয়ে মনিরামপুরে সাংবাদিকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে মণিরামপুর-সাতক্ষীরা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পুলিশ কর্মকর্তা আবু বকর ও আলমগীর হোসেনকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যহার এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বক্তরা এ দুই পুলিশ কর্মকর্তা শুধু সাংবাদিকদের লাঞ্চিত করেন নাই। মাদক ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা দেওয়াসহ পয়সা রোজগারের জন্য নিরীহ জনগণকেও মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। এহেন ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মঙ্গলবার সকালে মণিরামপুর থানায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেনকে তারা লাঞ্চীত করে।

এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে মণিরামপুরের সাংবাদিক মহল। গতকাল বিকেলে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন, সম্পাদক মোতাহার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ নিছার উদ্দিন খান আযম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, প্রেসকা¬বের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, বর্তমান সহ-সভাপতি জি এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক জসিম উদ্দীন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার তারিকুল রায়হান, সাংবাদিক নেতা নাসিম রেজা, সাবেক সহ-সভাপতি প্রভাষক নূরুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রয়েল, সাবেক দপ্তর সম্পাদক অশোক বিশ্বাস প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত