Thursday, May 2, 2024

‘‘ফিরিয়ে দাও আমার স্বাধীনতা’’

- Advertisement -

আমি চেয়েছি স্বাধীনতা, মানুষে মানুষে মনোমালিন্য নয়, আমি চেয়েছি স্বাধীনতা, যা কোন যান্ত্রিকতায় ঘেরা জীবন নয়।

আমি চেয়েছি স্বাধীনতা, ধর্ম-জাতি কিংবা ছেলে-মেয়ের বৈষম্য নেই। আমি চেয়েছি স্বাধীনতা, শিশু নির্যাতন বা শিশু হয়রানি নয়। আমি চেয়েছি স্বাধীনতা, দেশে কোন হয়রানি, লুট্টরাজ নয়।

আমি চেয়েছি স্বাধীনতা, মা-বোনের সম্মান নিয়ে ঠাট্টা-তামাশা নয়। আমি চেয়েছি এমন স্বাধীনতা, যেখানে কোন পাপাচার, মিথ্যাচার নেই।

আমি চেয়েছি স্বাধীনতা, নেক্রোপলিস,যানজট পূর্নকালো ধোঁয়ায় লিপ্ত জীবন নয়। আমি চেয়েছি স্বাধীনতা, কার্বনডাই-অক্সাইড মুক্ত স্বাধীনতা।

আমি চেয়েছি স্বাধীনতা, চড়া দাম কিংবা ভেজাল মিশ্রিত পণ্য নয়। আমি চেয়েছি স্বাধীনতা, কিন্তু ধনী আর গরীবের মধ্যে বাড়তি ব্যবধান নয়। আমি চেয়েছি এতটুকুই স্বাধীনতা, ফিরিয়ে দাও আমার স্বাধীনতা।

লেখক

জেসিনা মূর্শিদ

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত