Sunday, May 19, 2024

আফজাল হত্যার ঘটনায় নীলগঞ্জের পলাশ আটক

- Advertisement -

যশোর শহরে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকার আফজাল হোসেন হত্যার ঘটনায় আরও এক আসামিকে আটক করা হয়েছে। র‌্যাবের অভিযানে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় হৈবতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক পলাশ উদ্দীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , আটকের পর পলাশ হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বিকার করেছেন।

উল্লেখ্য,  গত ২৯ মে রাত সাড়ে ৭ টার দিকে আফজাল ও প্রতিবেশী সুমন দুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথে নাজির শংকরপুর চাতালের মোড়ের সিটি মডেল একাডেমির সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে কুড়াল, দা, চাকু নিয়ে ট্যারা সুজনসহ অন্য আসামিরা আফজালের ওপর হামলা চালায়। তারা তাকে দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে আফজালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার পর পুলিশ এজাহারভুক্ত আসামি ইব্রাহিম ওরফে টাক ইব্রাহিমকে নীলগঞ্জ তাঁতিপাড়া থেকে আটক করে। সর্বশেষ র‌্যাব পলাশকে আটক করে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত