Friday, April 26, 2024

পদ্মা সেতু খুলে দিলে যশোর থেকে দুটি রুটে যাত্রী সেবা দিবে পরিবহন সংস্থাগুলো

- Advertisement -

এ.ডি অপু:

দক্ষিণ পশ্চিমাঞ্চলের গণমানুষের সপ্নের পদ্মা সেতু সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে আগামী জুনের শেষ সপ্তাহে। আর এ পদ্মাসেতু যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজতর করছে তেমনি দূরপাল্লার যাত্রাপথে ভোগান্তি কমাবে যশোরের মানুষদের। যশোর থেকে দুটি রুটে যাত্রীসেবা দিবে পরিবহন সংস্থাগুলো। পদ্মাসেতুর উপর দিয়ে যাত্রীসেবা আরেকধাপ এগিয়ে নিতে ইতিমধ্যে নানা পরিকল্পনা ও নতুন রুট তৈরী করছে বিভিন্ন পরিবহন সংস্থা। যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব হবে ১৮৩ কিলোমিটার। যা সড়কপথে অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘন্টা। এদিকে এর আগে যানজট ছাড়া যশোর থেকে মাগুরা হয়ে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট হয়ে ঢাকার ১৮৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগতো সাড়ে ৬ ঘন্টা। আর ফেরীঘাটে যানজটে পড়লে কখন ঢাকা পৌছানো যাবে তার কোন নিশ্চয়তাই থাকতো না। যশোর সড়ক পরিবহন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পদ্মা সেতু খুলে দেবার পর যশোর থেকে দুটি রুটে ভাগ হয়ে ঢাকা এবং চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রী পরিবহন চলাচল করবে। ফলে সড়ক পথে যাত্রী সেবায় এক ধাপ এগিয়ে যাবে পরিবহন সংস্থা গুলো। যশোরের বেনাপোল থেকে কিছু সংখ্যাক গাড়ি যশোর নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা সায়দাবাদ, নরসিংদী, চট্রগ্রাম রুটে চলাচল করবে। এবং কিছু সংখ্যাক গাড়ি পূর্বের রুটে অর্থাৎ যশোর বেনাপোল হতে মাগুরা দিয়ে আরিচা ফেরী পারাপার হয়ে ঢাকা যাতায়াত করবে। তবে ঢাকা মালিবাগ, আব্দুল্লাহপুর গাবতলীর গাড়ি বেশিরভাগই ফেরীপারা হয়ে যাতায়াত করবে। এবং চট্রগ্রাম, নরসিংদী এবং ঢাকা সায়দাবাদগামী পরিবহন গুলো যশোর নড়াই হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ফলে যশোর থেকে ঢাকা চট্রগ্রামগামী যাত্রীদের দূর্ভোগ লাঘব হবে। তবে পূর্বের মতো আরিচা ফেরিঘাটে ফেরীর অপেক্ষায় পরিবহনগুলো বসে না থাকলেও পদ্মা সেতু খুলে দেবার পর আরিচায় ফেরী দাড়িয়ে থাকতে পারে পর্যাপ্ত গাড়ির অপেক্ষায়। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, পদ্মাসেতু খুলে দেবার পর যশোরবাসীর রাজধানী এবং চট্টগ্রাম যাত্রা আরও সময়সল্প এবং দূর্ভোগ লাঘব হবে। দুটি রুটে ঢাকা ও চট্রগ্রামে যাত্রী পরিবহন চলাচল করবে যশোর ও বেনাপোল থেকে। তবে পরিবহনের সংখ্যা না বাড়লেও পরিবহনগুলোর ট্রিপের সংখ্যা বৃদ্ধি পাবে। যে বিলাসবহুল পরিবহনগুলো ফেরীর কারনে যশোরের দিয়ে আসতে পারতো না এমন বিলাসবহুল পরিবহনের যাত্রী সেবা চালু হবে এ রুটে।

রাতদিন সংবাদ/এ.এন-১০

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত