Thursday, May 2, 2024

কেশবপুরে মহাকবির ১৯৮তম জন্মবার্ষিকী পালিত

মোঃজাকির হোসেন , (যশোর) কেশবপুরঃ যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
২৫জানুয়ারী বিকালে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লীতে স্থাপিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, সাগরদাঁরির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন প্রমুখ।
এরপরে মধুকবির জীবনীসহ তাঁর সাহিত্যের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। উপস্থিত কবি প্রভাষক তাপস মজুমদার বলেন, কোভিড-১৯ কেড়ে নিয়েছে লাখো মধু ভক্তের উচ্ছাস আনন্দ।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত