Thursday, May 2, 2024

কেশবপুরে আগামী ৭ ফেব্রুয়ারী স্থগিত হওয়া ১ কেন্দ্রের ভোট গ্রহন

মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার সদর ইউপির স্থগিত কেন্দ্রের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী। কে হচ্ছে চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা না কি গৌতম কুমার রায়।
গত ৫ জানুয়ারি কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কেশবপুর ৬ নং সদর ইউনিয়ন পরিষদের ২ নং নতুন মূলগ্রাম ওয়ার্ডে ভোট কাটাকাটি ও বিশৃঙ্খলা অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন নির্বাচন অফিসার।
২৫ জানুয়ারী সকালে কেশবপুর উপজেলা নির্বাচন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ বজলুর রশিদ জানান কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের স্থগিত নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হবে। ওয়ার্ডে ২ হাজার ১১৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন।
গত ৫ জানুয়ারি নির্বাচনে ৮ টি ওয়ার্ডের ভোটের হিসাবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গৌতম কুমার রায় পেয়েছিলেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আলাউদ্দীন আলা মটর সাইকেল মার্কায় ভোট পেয়েছেন ৪ হাজার ৯২৯। নৌকার প্রার্থী ৪ শত ৫৮ ভোটে এগিয়ে আছেন।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত