Saturday, May 4, 2024

ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জরিমানা

আফজাল হোসেন চাঁদঃ যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ ও ওমিক্রন প্রতিরোধে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) এর মাধ্যমে ৩জনের নিকট হতে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে পৌর সদরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলা দায়ের করেন এবং ৩টি মামলায় ১হাজার ৮শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান বাজারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়। খাবার হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরা মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধিবৃন্দ।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত