Saturday, May 4, 2024

বাঘারপাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা

- Advertisement -

যশোরের বাঘারপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার লাগানোর আচরণবিধি ভঙ্গ করায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জহুরপুর ও রায়পুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে পোস্টার ও বিলবোর্ড লাগানোর দায়ে জহুরপুর ইউনিয়নে ছয়জন ও রায়পুর ইউনিয়নে দু’জন প্রার্থীর লোকজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। সেসব নির্দেশনা না মানায় জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হচ্ছে নির্বাচনে অংশগ্রহনণকারী সব প্রার্থীদের। আচরণবিধি ভঙ্গকারী কোন প্রার্থীকেই ছাড় দেয়া হবে না।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত