Friday, May 3, 2024

‘পাঠক চাহিদা পূরণে ব্যর্থ হলে গণমাধ্যমের টিকে থাকা কঠিন

- Advertisement -

পাঠক চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে না পারলে ডিজিটাল বিশ্বে গণমাধ্যমের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষকরা।
সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনস্বার্থ সাংবাদিকতা’ বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণে এ কথা তারা বলেন। যশোর শহরের একটি অভিজাত হোটেলে তিনদিনের
এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে গ্রামের কাগজের ১৮ জন সিনিয়র সংবাদকর্মী অংশ নেন।
গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নে ‘প্রাইমড’ নামে একটি প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া ও সিয়েরা লিওনে এই প্রকল্পের অধীনে একই কার্যক্রম বাস্তবায়ন করছে বিবিসি মিডিয়া অ্যাকশন। যার ধারাবাহিকতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ দৈনিক গ্রামের কাগজের সাথে কাজ করছে সংস্থাটি।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শাকিল আহমেদ, বিবিসি মিডিয়া অ্যাকশনের হেড অব প্রডাকশন বিশ্বজিৎ দাস, ট্রেনিং অফিসার আবু জাফর, আরাফাত সিদ্দিক ও রিচার্স অফিসার মঈদুল আজম কোরেশী। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত