Sunday, May 5, 2024

ভালোবাসা দিয়েই তাদের মানবিক করতে চান মাহিকা!

- Advertisement -

দুই দশক পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। এরপর থেকে প্রাণে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন অসংখ্য মানুষ। তালেবান বাহিনী ক্ষমতা দখল করার করায় দেশটির নারী ও শিশুদের ভবিষ্যৎ ঘোর অশ্চিয়তার মধ্যে পড়তে যাচ্ছে বলেও ধারণা করা হয়েছে। বিশেষ করে নারীরা আগের মতো স্বাধীন জীবনযাপন করতে পারবেন না বলেই ভয় সবার মনে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। আফগান নারীদের অবস্থা নিয়ে চিন্তিত মাহিকা। আর তাই নারীদের সম্মান করা শেখাতে তালেবানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কথা বলেছেন তিনি। টুইটারে তিনি লিখছেন, ‘তালেবানরা তাদের মা-বোন থেকে কখনও ভালোবাসা পায় না। সে জন্যই অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কী ভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’ মাহিকার ভাষ্য, ‘ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কী ভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত আর তালেবানদের হাত থেকে বাাঁচানো উচিত।’ অন্য এক টুইটে মাহিকা লেখেন, ‘আফগান নারীদের বাঁচাতে আমি আসছি। তালেবানদের আমি ভাই বানাব আর রাখি পরাব। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (নরেদ্র মোদি) আমার আইডিয়াটা কেমন?’ পোস্টের পরপরই ট্রোল শুরু হয় মহিকাকে নিয়ে। একজন লিখেছেন, ‘ওরা তোমায় মেরে ফেলবে।’ আরেকজন লেখেন, ‘তালেবানরা তোমার মতোই সুন্দরী মেয়েদের খুঁজছে।’

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত