Saturday, May 4, 2024

ছেঁউড়িয়ায় সাঁইজির স্মরণোৎসব বাতিল

- Advertisement -

কুষ্টিয়া প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব বাতিল করেছে প্রশাসন। একাডেমির সভাপতি, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলায় ৯১ জন মানুষ করোনায় মৃত্যু বরণ করেছেন। অনেকেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাই দোল পূর্ণিমার তিথিতে লালন স্মরণোৎসবে প্রচুর লোকের সমাগম হয়। এতে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই গত ১ মার্চ লালন একাডেমির এডহক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠান করার বিষয়ে মত দেন সবাই। সবার সিদ্ধান্ত মতে, বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত বছরও লালন ফকিরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে একাডেমি।
উল্লেখ্য, প্রতিবছর দোলতিথিতে লালন স্মরণে তিনদিনের অনুষ্ঠান করে থাকে একাডেমি। মার্চের শেষদিকে এ বছরের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার বাউল, ফকির আর দর্শনার্থীরা অংশ নিয়ে থাকে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত