Thursday, May 2, 2024

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে গোটা জাতির হৃদয়ে আঘাত এনেছে মৌলবাদীরা

- Advertisement -

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা করে দেশে অরাজকতার পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে একটি কুচক্রী মহল। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে গোটা জাতির হৃদয়ে আঘাত হেনেছে মৌলবাদীরা। এ হামলা স্বাধীনতার বিপক্ষে ও বাংলার ১৮ কোটি মানুষের ওপর। অতীতের মতো যে কোনো ষড়যন্ত্র রুখতে বার বার রাজপথে নামতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সোমবার বিকেল চারটায় দড়াটানা ভৈরব চত্ত্বরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি উপরিউক্ত কথা বলেন।সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, যারা এসব কুকর্মে জড়িত সেসব কাপুরুষদের বঙ্গবন্ধুর সোনার বাংলায় ঠাঁই হবে না। বঙ্গবন্ধুর প্রশ্নে পুরো বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের মানুষ বাংলায় কথা বলতে পারতো না। সেই মহান পুরুষের বিরুদ্ধে যেয়ে ধর্মব্যবসায়ীরা দেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে। বিএনপি-জামায়াত ও হেফাজতের যেকোনো চক্রান্ত রুখে দিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি।বিএনপি-জামায়াতের দোসর ও পাকিস্তানের এজেন্টরা এসব কুকর্মে জড়িত বলে দাবি করেন নেতারা। এর আগে বাংলাদেশে সংঘটিত ১৫ আগস্ট, ২১ আগস্ট, যশোরের উদীচী হামলাসহ সবকয়টি হামলায় জড়িত মৌলবাদী ও দেশবিরোধীদের বিচার ও ফাঁসি দাবি করেন নেতৃবৃন্দ।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, মীর জহরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।সমাবেশে শেষে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

রাতদিন নিউজ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত