Sunday, May 5, 2024

পুলিশ যে মানুষের প্রকৃত বন্ধু তার দৃষ্টান্ত উদহারণ নড়াইলের এসআই আলীমুজ্জামান

আবুল কাশেম, নড়াইল থেকে
করোনার কারণে  পৃথিবী এখন অচেনা। পূর্ব থেকে পশ্চিম কিংবা উওর থেকে দক্ষিণ, পুরো গ্রহটাই যেনো লন্ডভন্ড। ছোয়াতে এক অদৃশ্য জীবাণুর কারনে সবাই ভয়ে তটস্থ। আপন মানুষ গুলোও যেন পর হয়ে গেছে। প্রিয়জন দুরে সরে গেছে। এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। তার মধ্যে একজন  নড়াইলের শেখহাটি ক্যাম্পের ইনচার্জ আলীমুজ্জামান।পুলিশ যে মানুষের প্রকৃত বন্ধু তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি।  মৃত্যুর ভয়কে উপেক্ষা করে ছুটে চলেছেন মানুষের দুয়ারে দুয়ারে। করোনা  প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত সামনে থেকে যুদ্ধ করে যাচ্ছেন তিনি। পুলিশ যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারে এজন্য সকল সদস্যদের মাঝে একাধিকবার সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন। শেখহাটি ইউনিয়নের বিভিন্ন বাজারে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার, সাবান ,গ্লাভস ও পিপিই বিতরণ করেছেন, রাতের আধারে গোপনে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিজের বেতনের টাকায়। তবে কখনো সাংবাদিকে সংবাদে আসতে রাজি হননি তিনি। মানুষের উপকারে আসাটায় তার বড় পাওয়া।  বুধবার তিনি গরীর অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন। এবিষয় মানবিক এ পুলিশ অফিসার ইনচার্জ এস আই আলীমুজ্জামান বলেন, গরীব অসহায় মানুষদের মাঝে থাকতে আমার ভালো লাগে। আনন্দ লাগে তখন যখন দেখি আমায় দেখে কোনো একজন অসহায় মানুষ হেঁসে ওঠে এবং জীবনের শেষ পর্যন্ত গরীব আসহায় মানুষের সঙ্গে থাকতে চান তিনি। এদিকে শেখহাটি ক্যাম্প ইনচার্জ আলীমুজ্জামানের মানবিক কর্মকাণ্ডে স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে তিনি শুধু পুলিশ প্রশাসনেরই নয় পুরো দেশবাসীর ভাবমূর্তী উজ্জল করে তুলবে। পুলিশ যে মানুষের প্রকৃত বন্ধু তা আলীমুজ্জামান তার দৃষ্টান্ত উদহারণ হয়ে উঠবে সবার কাছে এমনটিই ধারণা স্থানীয় এলাবাসীর।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত