Sunday, May 5, 2024

যশোরে থামছে না ধর্ষণ, মানববন্ধন ও বিক্ষোভ চলছেই

- Advertisement -

গত দুইদিনে যশোরে তিনটি উপজেলায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। একটি সদরের শহরে, বাঘারপাড়ায় একটি অপরটি শার্শায়। এসব ঘটনায় মামলা হয়েছে।আসামিও আটক হয়েছে। একদিকে যশোরে একদিনে চলছে ধর্ষণের ঘটনা অপরদিকে চলছে মানববন্ধন ও বিক্ষোভ। এতে করে সাধারণ নারীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। আতংক বাড়ছে। শুক্রবারও ধর্ষণের বিরুদ্ধে যশোরে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। উদীচী যশোর, ইসলামী আন্দোলন যশোর ,নিপীড়ন বিরোধী মঞ্চ, সনাতন ধর্ম সংঘ ও যুব সংঘ এবং আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলা শাখার পক্ষ থেকে পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এসব মানববন্ধনে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ দিয়ে কী হবে, যেখানে মা বোনেরাই নিরাপদ নন। দিনের পর দিন ধর্ষণ চলছে। কোনভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। বৃহস্পতিবার রাতেও যশোরে এক নারীকে ধর্ষণ করা হয়েছে।মানববন্ধন থেকে বলা হয়, মেয়েদের পোশাক পরিবর্তন করার কথা না বলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। একইসাথে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করে আইনের সংশোধন, ধর্ষকদের সরকারি দল ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়া এবং আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের শাস্তির আওতায় আনাসহ ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবিও জানানো হয়। শুক্রবার বিকেলে যশোর শহরের চিত্রামোড়ে মানববন্ধন করে উদীচী যশোর। এতে বক্তৃতা করেন সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, অ্যাডভোকেট আবুল হোসেন, খন্দকার আজিজুল ইসলাম মনি, সোমেশ মুখার্জী, তরিকুল ইসলাম তারু এবং রোজিবুল ইসলাম, প্রফেসর ডক্টর সুব্রত মন্ডল, অধ্যাপক নওশাদ বানু, ফারদিনা রহমান এ্যানি এবং বীথিকা বিশ্বাস, আমিনুর রহমান হিরু, সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং কাজী শাহেদ নওয়াজ। শেষে গণসংগীত পরিবেশন করা হয়। ইসলামী আন্দোলন যশোরের উদ্যোগে শুক্রবার বিকেলে দড়াটানায় একই ইস্যুতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মফিজুল আলম খোকা, মোহাম্মদ আলী সরদার, এইচএম মহসিন শেখ, মুফতি আবু জ্বর বিন হাফিজ, আশিক বিল্লাহ, হাফেজ আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মামুনুর রশিদ, মোখলেছুর রহমান, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হালিম সাহেব, মুফতি আমানুল্লাহ কাসেমী, আব্দুল মতিন বিশ্বাস এবং কামরুজ্জামান।বিকেলে নিপীড়ন বিরোধী মঞ্চ মানববন্ধন করে যশোর জেলা আইনজীবী সমিতির সামনে। এতে সংগঠনের সদস্যরা ফেস্টুন হাতে অবস্থান করেন। এসব ফেস্টুনে লেখা ছিল, ‘ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করুন’, ‘পোশাক নয়, ধর্ষণের কারণ পুরুষতান্ত্রিক মানসিকতা’, ‘ধর্ষকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’ ইত্যাদি।সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে সনাতন ধর্ম সংঘ ও যুব সংঘ। অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন গোপীকান্ত ও অখিল চক্রবর্তী।বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে। এসময় সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি শাহেদ উর রহমান রনি, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আলম মামুন সহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময়  নেতারা এসময় ধর্ষণবিরোধী ব্যানার ও ফেস্টুন বহন করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত