Saturday, December 13, 2025

লোহাগড়ায় যুবদল নেতা খান মাহমুদ আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার, কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ

লোহাগড়া প্রতিনিধি, নড়াইল: লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খান মাহমুদ আলম লোহাগড়া উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত বনি আমিন খানের ছেলে এবং উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এর আগে ১০ সেপ্টেম্বর মল্লিকপুরে সংঘর্ষে দুই ভাই মিরান ও জিয়ারুল নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তার নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। ওই ঘটনার পর কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করে।

বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) লোহাগড়া উপজেলা যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর