Saturday, December 13, 2025

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরের সাথে সদর উপজেলার সুধীজন,বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, রিপোর্টাস ইউনিটির সভাপতি হুমায়ুন কবির রিন্টু, জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জামি, নড়াইল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি শাকিল আহমেদ বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষক প্রতিনিধিরা।

বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সদর উপজেলার বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং নড়াইল সদর উপজেলার উন্নয়ন ও বর্তমানে বিদ্যমান সমস্যা সমাধানে সকলকে একসাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর