Saturday, December 13, 2025

বক্স অফিসে ঝড়! তিন দিনে ১০০ কোটির ঘরে রণবীর সিংয়ের ধুরন্ধর

বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির পর বক্স অফিসে তৈরি করেছে তুমুল সাড়া। গত ৫ ডিসেম্বর মুক্তির মাত্র তিন দিনেই সিনেমাটি প্রবেশ করেছে ১০০ কোটির ক্লাবে!

আয় বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে রবিবার ‘ধুরন্ধর’ আয় করেছে ৪৩ কোটি রুপি। ফলে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপিতে।

মুক্তির প্রথম দিন শুক্রবার ২৮ কোটি রুপি সংগ্রহ করে যাত্রা শুরু করে ‘ধুরন্ধর’। শনিবার তা বেড়ে দাঁড়ায় ৩২ কোটিতে। দিন দিন দর্শকের ভিড় বেড়েই চলেছে—মহানগর থেকে মফস্বল, সব জায়গাতেই চলছে উপচেপড়া ভিড়।

প্রথম দিকে অগ্রিম বুকিং নিয়ে বিশ্লেষকদের কিছুটা সংশয় থাকলেও, এখন সাফল্যে তারাই উচ্ছ্বসিত। একজন বিশ্লেষক জানান, শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে চলছে, আর রবিবার তো সাম্প্রতিক সময়ের একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েই ফেলেছে।

সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে এক সাহসী সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। চরিত্রটি নিয়ে আলোচনা চললেও সেন্সর বোর্ড জানিয়েছে—এটি সম্পূর্ণ কাল্পনিক।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর