বলিউডের কাজল–টুইঙ্কেল খন্না পরিচালিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ এখনও অতিথি হিসেবে দেখা যায়নি শাহরুখ খানকে। এ নিয়ে ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। এবার এক পডকাস্টে নিজেই হাজির না হওয়ার কারণ জানালেন ‘বাদশা’, সঙ্গে রসিক ভঙ্গিতে দুই সহশিল্পীর কাছে ক্ষমাও চাইলেন।
শাহরুখ জানান, শোতে যেতে না পারায় তার খারাপ লেগেছে। তবে বর্তমানে তিনি নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এর মাঝেই হাতে চোট পাওয়ায় সময় বের করা সম্ভব হয়নি।
মজা করেও একটি কারণ জানাতে ভোলেননি তিনি যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে খাবারের ঝামেলা আছে ওদের শোতে প্রচুর খাবার থাকে! হাসতে হাসতে বলেন শাহরুখ।
তিনি আরও যোগ করেন, না যাওয়ার জন্য কাজল ও টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে সশরীরে থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত হিসেবে প্রতিটা পর্ব দেখেছি।
শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় রয়েছে কাজল–টুইঙ্কেলের এই শো। কখনও দাম্পত্যের স্থায়িত্ব নিয়ে মন্তব্য, কখনও আবার পরকীয়ায় সমর্থন—সব মিলিয়ে শোটি ঘিরে বিতর্কের শেষ নেই। তবুও শাহরুখের কথায় বোঝা গেল তিনি শোটি বেশ উপভোগ করেন।
সম্প্রতি লন্ডনে শাহরুখ–কাজল জুটির ব্লকবাস্টার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর রাজ–সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানেই দুই বন্ধুর আড্ডা জমে ওঠে যেখান থেকেই শুরু হয় শোতে অনুপস্থিতির এই আলোচনা।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







