Monday, May 20, 2024

অনুমতি ছাড়া বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পত্তি কিনতে পারবে না

- Advertisement -

সরকারের অনুমতি ছাড়া কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রয়, দান, বিনিময় বা অন্য কোনোভাবে বাংলাদেশে স্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে না। এই বিধান রেখে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) বিল সংসদে তোলা হয়েছে।

এতে বলা হয়েছে, এই বিধান লঙ্ঘন করে কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশে স্থাবর সম্পত্তি অর্জন করলে তা সরকার বাজেয়াপ্ত করতে পারবে।

মূলত ১৯৮৩ সালের ফরেন ভলান্টারি অর্গানাইজেশনস (একুজিইশন অব ইমমুভেবল প্রপার্টি) রেগুলেশন অর্ডিন্যান্স রদ করে নতুন এই আইন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মে) ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হলো- এমন কোনো সংগঠন, সংস্থা বা কর্তৃপক্ষ যা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গঠিত বা প্রতিষ্ঠিত। যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, সংগঠন বা কর্তৃপক্ষকে সেবা দেওয়া অথবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

অনলাইন ডেস্ক/আর কে-০২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত